সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চাকরি

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগে স্থায়ী ভিত্তিতে দুজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।

৩১ জুলাই এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৩।

এ পদের যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রকাশনা–সম্পর্কিত তথ্য ছক বিশ্ববিদ্যালয়ের ডেসপ্যাচ থেকে সরাসরি সংগ্রহ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে।

ষষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক পদের বেতন স্কেল হবে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করতে হবে। আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

প্রতিটি সেটের সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ ৮ সেট দরখাস্তের হার্ড কপি রেজিস্ট্রার অফিসে ডাকযোগে পৌঁছাতে হবে। খামের ওপর অবশ্যই স্পষ্ট অক্ষরে সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট ও পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সঙ্গে যা যা দাখিল করতে হবে

সব সনদপত্র ও ট্রান্সক্রিপ্টের বা মার্কশিটের ফটোকপি; সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ৪ কপি; চাকরিতে নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র; বিজ্ঞাপনে উল্লেখিত নির্ধারিত মূল্যের এমআইসিআর ব্যাংক ড্রাফট/পে অর্ডার; জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কিংবা জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মনিবন্ধন সনদের ফটোকপি; পূর্বতন অভিজ্ঞতা উল্লেখকারীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সপক্ষে প্রমানপত্র; সব প্রকাশনার কপি; আইএসআই ও স্কুপাস ইনডেক্সিং ছাড়া অন্য সব প্রকাশনার টার্নিটিন রিপোর্ট; অভিজ্ঞতা–সম্পর্কিত তথ্য ছক ও প্রকাশনা–সম্পর্কিত তথ্য ছক।

আবেদন ফি

রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংকের শাখার ওপর ৬০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার করে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *