বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উদ্যোগে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উদ্যোগে নগরীর দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের হলরুমে শুভ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বুদ্ধ বিহার কমপ্লেক্স এর পরিচালক ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ পরিকল্পনা সচিব ভদন্ত সাধনানন্দ মহাথেরো।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বুদ্ধ বিহার কমপ্লেক্স এর সত্যানন্দ শ্রামন।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল এর সাধারণ সম্পাদক দিলু বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল’র উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি অংশু মারমা, সহ সভাপতি তপতী বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী,প্রকৌশলী সাজু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, উপস্থিত ছিলেন তপন মহাজন, তমাল বড়ুয়া, সুজন বড়ুয়া, সুমন বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল’র উদ্যোগে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন
কমেন্ট