শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সংগঠনের কৃতি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (২৯ জুলাই) রাত ৯টায় নগরীর মজুমদারীস্থ এই সংবর্ধনা আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ও ‘শিক্ষার্থীদের পাশে সারা বাংলা” সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদ নেওয়াজ, উপদেষ্টা মাওলানা শিব্বির আহমদ। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, মিলাদ হাওলাদার, আল শাহরিয়ার রাফি, মো. রুমন আহমেদ, মো. মাসুদ, জুবায়ের আহমেদ, নাঈমুর রহমান রাব্বি, মো. সাইফ, মেহেদী হাসান নাঈম, শাকিল আহমেদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিম চৌকিদেখী ইউনিট কমিটির সভাপতি রনি আহমেদ, বাগিচা ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মো. আলমাছ সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ লিমন, সাস্থ্য বিষয়ক সম্পাদক রাতুল শাহ, সদস্য মো. মাহী, মো. রাহুল, ৫নং ওয়ার্ড ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, সিনিয়র সদস্য এ.কে সুজন, বিরাট দাশ, ৪নং ওয়ার্ড ইউনিট কমিটির সাধারণ সম্পাদক আলভী আহমেদ, সহ-সভাপতি আলম খান, সদস্য সাইফুল ইসলাম, সৈয়দ মুগনি ও পীরমহল্লা ইউনিট কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। বিজ্ঞপ্তি
এসএসসি পরীক্ষা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শিক্ষার্থীদের পাশে সারা বাংলা

কমেন্ট