২৮ জুলাই স্কপ এর সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা সফল করুন

অত্যাবশক পরিষেবা বিল প্রত্যাহার, জাতীয় ন্যূনতম মজুরি ২০হাজার টাকা ঘোষণা সহ স্কপ এর ৯ দফা দাবি বাস্তবায়নে আগামী ২৮জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর কেন্দ্রীয়ও সিলেট বিভাগের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এদিকে সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা সফলের লক্ষ্যে অদ্য ২৫জুলাই মঙ্গলবার রাত ৮টায় জিন্দাবাজারস্হ নজরুল একাডেমীতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সিলেট জেলা পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা স্কপ এর যুগ্ম আহ্বায়ক, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি সিকনন্দর আলীর সভাপতিত্বে এবং স্কপ এর সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ সিলেট জেলা আহ্বায়ককে এ কিবরিয়া চৌধুরী ও মহানগর আহ্বায়ক গিয়াস আহমদ, বাংলাদেশ লেবার ফেডারেশনের জেলা আহ্বায়ক ছায়াদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশন এর হিমাঃশু মিত্র প্রমূখ। সভায় নেতৃবৃন্দ  আগামী ২৮জুলাই শুক্রবার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা সফলের জন্য সবার প্রতি আহ্বান জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *