ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ

রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ, সিলেট মহানগর শাখার ৮নং ওয়ার্ড কমিটির একসভা বুধবার (২৬ জুলাই) বিকাল ৩টায় গুয়াবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়। রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর এর ৮নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মিন্টু গোয়ালর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর শাখার প্রধান উপদেষ্টা আবু জাফর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেলাল হোসেন, ইয়াছিন আহমদ, বিলাল আহমদ, ফখরুল আলম, সিরাজ মিয়া, দিনাজ, হাছান আহমদ, নুর হোসেন, আলম, এমবি খলিল, বাবুল মিয়া,ফুল মিয়া প্রমূখ।

সভায় আবু জাফর বলেন, দীর্ঘদিন থেকে সংগ্রাম পরিষদের নেতৃত্বে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্সের জন্য আমরা আন্দোলন করে আসছি।

আন্দোলনের ধারাবাহিকতায় সরকার ইতিমধ্যে একটি খসড়া নীতিমালা প্রনয়ন করেছেন। আবু জাফর, অবিলম্বে খসড়া নীতিমালা চূড়ান্ত করে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভায় রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা আবু জাফর, বিআরটিএর কতৃক লাইসেন্স প্রদানের আগ পর্যন্ত ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ ও রেকার বিল পূর্বের মতো ৫শত টাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সভায়, বিলাল হোসেনকে সভাপতি ও দিনাজ আহমদকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট রিকশা-ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর ৮নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *