গোয়াইনঘাটে তমজিদ আলী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

দণ্ডিত আসামিরা হলেন- আব্দুর রব, আব্দুর রহমান, ফজল উদ্দিন ও রইস আলী।

সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০০১ সালের ৮ আগস্ট ভোরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইস্তিগ্রামে খাল দখলকে কেন্দ্র করে হাত-পা বেঁধে দা দিয়ে কুপিয়ে তমজিদ আলীকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহ হাওরের মাঝে ফেলে রাখা হয়। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী পেয়ারা বেগম সিলেটের গোয়াইনঘাট থানায় মোট ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *