প্রজাতন্ত্রের কর্মচারীরা রাষ্ট্রের উন্নয়নে গর্বিত অংশীদার: মো. মজিবর রহমান

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা রাষ্ট্রের উন্নয়নে গর্বিত অংশীদার। স্মার্ট বাংলাদেশ গঠন, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত রূপকল্প ২০৪১ পরিকল্পনা বাস্তবায়নে কালেক্টরেটের কর্মচারীরা অর্পিত গুরুদায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন।

পদ্মা সেতু নির্মাণে সারাদেশের মত সিলেট কালেক্টরেটের কর্মচারীরাও তাদের এক দিনের বেতন প্রদানের মাধ্যমে আর্থিক সহযোগিতা করে রাষ্ট্রের উন্নয়নে গর্বিত অংশীদার হোন।
তিনি রবিবার (২৩ জুলাই) সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাকাসস সিলেট জেলার সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী ধ্রুব জ্যোতি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফয়েজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলীমুজ্জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকাসসের সহ সভাপতি দেবাংশু ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমদ, প্রশাসনের কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।

আলোচনা শেষে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *