সিলেট সুনামগঞ্জের তাহিরপুরে দুই লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

মামুন গাজী: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধে –বৃহত্তর শনি ও মাটিয়ান হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় দুই লাখ টাকা মূল্যের কারেন্ট জাল সহ বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়। পরে জব্দ কৃত ঐসব জাল বিকাল ৫টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি’র নেতৃত্বে উপজেলার বৃহত্তর শনি ও মাটিয়ান হাওরে বিশেষ অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। এসম সঙ্গে ছিলেন উপজেলা মৎস অফিসার ইউসুফ আলী সহ পুলিশ ও আনসার সদস্যরা।

তবে এ বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *