টেস্ট র‌্যাংকিংয়ে বাবরের শীর্ষে ওঠার হাতছানি

স্পোর্টস ডেস্ক : টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠার হাতছানি বাবর আজমের সামনে। রোববার থেকে শ্রীলংকার বিপক্ষে গলে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজে প্রত্যাশিত পারফর্ম করলেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়িয়ে শীর্ষস্থান দখলে করে নেবেন বাবর আজম।

বুধবার আইসিসির ঘোষিত সপ্তাহিক হালনাগাদে টেস্ট র‌্যাংকিংয়ে ৮৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে রয়েছেন বাবর আজম।

৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি আইপিএলে চোটাক্রান্ত হয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন।

৮৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ট্রাভিস হেড। ৮৫৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।

৮৪৯ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে আছেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুশেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *