আফগান সিরিজে ব্যর্থ নাইম, দুই ম্যাচে সংগ্রহ ৯

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৭ রানে হারের পর অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক তামিম ইকবাল।

তামিম অবসরের সিদ্ধান্ত জানানোর পর তার পরিবর্তে আফগান সিরিজের জন্য ঢেকে নেওয়া হয় মোহাম্মদ নাইমকে।

দুই বছর পর দলে ফিরেও ব্যর্থ হন নাইম শেখ। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩৩২ রানের বিশাল রান তাড়ায় ২১ বলে ৯ রানে আউট হন নাইম। আজ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও ব্যর্থ এই ওপেনার। ৮ বল খেলে ফেরেন শূন্য রানে।

২০২০ সালের ৬ মার্চ সিলেটে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় নাইমের। সেই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। চলতি সিরিজের আগে ২০২১ সালের ২৮ মে মিরপুরে শ্রীলংকার বিপক্ষে ২ বলে ১ রানে আউট হন।

গত শনিবার ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে ফেরেন ৯ রানে। আজ চতুর্থ ওয়নাডেতে শূন্য রানে আউট হন ২৩ বছর বয়সী এই ওপেনার।

মঙ্গলার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৫.২ ওভারে ১২৬ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন আজমতউল্লাহ ওমরজাই।

বাংলাদেশ দলের হয়ে পেসার শরিফুল নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *