রাশিয়ার নতুন যে পরিকল্পনার কথা সামনে আনলেন জেলেনস্কি

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বলেছেন, রাশিয়া মস্কো-অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘বিপজ্জনক উসকানির’ পরিকল্পনা করছে।

মঙ্গলবার ইউরোপের বৃহত্তম এই প্ল্যান্টে একটি ঘটনার প্রস্তুতির ব্যাপারে কিয়েভ এবং মস্কো একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনার পর ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি ইমানুয়েল ম্যাক্রোঁকে সতর্ক করে জানিয়েছি যে, দখলদার সেনারা জাপোরিঝিয়া প্ল্যান্টে বিপজ্জনক উসকানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আইএইএ (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা)-এর সঙ্গে পরিস্থিতি সর্বোচ্চ নিয়ন্ত্রণে রাখতে সম্মত হয়েছি।’

জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় গোয়েন্দাদের মতে, রাশিয়া প্লান্টে ‘বিস্ফোরকের মতো বস্তু স্থাপন করেছে’।

তিনি বলেন, ‘সম্ভবত প্লান্টে একটি উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে, হয়তো তাদের অন্য কোনো পরিকল্পনা আছে। কিন্তু যাই ঘটুক, বিশ্ব তা দেখছে।’

তিনি উল্লেখ করেন, ‘বিকিরণ বিশ্বের সবার জন্য হুমকি।’

এর আগে ইউক্রেনের সেনাবাহিনী বিস্ফোরক স্থাপন সম্পর্কে সতর্ক করে জানায়, সাইটে ‘তৃতীয় এবং চতুর্থ চুল্লির বাইরের ছাদে বিস্ফোরক ডিভাইসের মতো বাহ্যিক বস্তু স্থাপন করা হয়েছে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ইউক্রেন নিয়মিতভাবে একে অপরকে প্লান্টের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগ করেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *