ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে যেদিন

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণার আগে পাকিস্তান দাবি করেছিল, তিনটি ম্যাচের কেন্দ্র বদল করতে হবে।

কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাতে কর্ণপাত করেনি।

মঙ্গলবার প্রকাশিত সূচিতে দেখা যাচ্ছে, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে নির্ধারিত কেন্দ্রেই খেলতে হবে বাবর আজমদের। খবর এনডিটিভির।

ভারতের আহমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ ২০২৩। ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচও খেলা হবে সেখানেই। বিশ্বকাপের একশ দিনের ক্ষণগণনা শুরুর দিনে ঘোষণা করা হয় এবারের বিশ্বকাপের সূচি।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঁচ তারকা হোটেলে মঙ্গলবার গৌরব কাপুরের সঞ্চালনায় শুরু হয় বিশ্বকাপের সূচি ঘোষণার অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির সিইও জিওফ ও বিসিসিআই সচিব জয় শাহ।

এটি বিশ্বকাপের ১৩তম আসর। এতে অংশ নেবে ১০টি দল।  আগেই আটটি দল নির্ধারণ হয়ে গেছে। অপেক্ষা আরও দুইটি দলের।

আট দল হলো- ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ ছাড়া বাছাই পর্ব শেষে জানা যাবে বাকি দুই দলের নাম।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে রানার্সআপ নিউ জিল্যান্ডের।

স্বাগতিক ভারত ৮ অক্টোবর চেন্নাইয়ে প্রথম ম্যাচ খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

আর ১৫ অক্টোবর আহমাদাবাদে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবচেয়ে বড় ও হাইভোল্টেজ ম্যাচ, ভারত-পাকিস্তানের ম্যাচ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছিল, সুরক্ষার কারণে আহমাদাবাদে খেলবে না তারা। চেন্নাইয়ের ঘূর্ণি উইকেটে আফগানিস্তান ও ব্যাঙ্গালুরুর ব্যাটিং সহায়ক উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতেও আপত্তি জানায় তারা। চেন্নাই ও ব্যাঙ্গালুরুর ম্যাচ অদল-বদল করার দাবি জানায় তারা। আহমদাবাদের ম্যাচ পারলে কলকাতায় স্থানান্তরিত করার প্রস্তাবও দেয় পাকিস্তান। কিন্তু সেই দাবি মানা হয়নি।

জানা যায়, ১০ দল প্রত্যেকে একে অন্যের সঙ্গে লড়বে রাউন্ড রবিন ফরম্যাটে। শীর্ষ চারটি দল নিয়ে সেমিফাইনাল হবে ১৫ ও ১৬ নভেম্বর, ভেন্যু মুম্বাই ও কলকাতা। ফাইনাল ১৯ নভেম্বর আহমাদাবাদে।

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ:

৬ অক্টোবর কোয়ালিফায়ার ১ (হায়দরাবাদ)

১২ অক্টোবর কোয়ালিফায়ার ২ (হায়দরাবাদ)

১৫ অক্টোবর ভারত (আহমেদাবাদ)

২০ অক্টোবর অস্ট্রেলিয়া (ব্যাঙ্গালুরু)

২২ অক্টোবর আফগানিস্তান (চেন্নাই)

২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা (চেন্নাই)

৩১ অক্টোবর বাংলাদেশ (কলকাতা)

৪ নভেম্বর নিউজিল্যান্ড (ব্যাঙ্গালুরু)

১২ নভেম্বর ইংল্যান্ড (কলকাতা)

বিশ্বকাপে ভারতের ম্যাচ:

৮ অক্টোবর অস্ট্রেলিয়া (চেন্নাই)

১১ অক্টোবর আফগানিস্তান (দিল্লি)

১৫ অক্টোবর পাকিস্তান (আহমেদাবাদ)

১৯ অক্টোবর বাংলাদেশ (পুনে)

২২ অক্টোবর নিউ জিল্যান্ড (ধর্মশালা)

২৯ অক্টোবর ইংল্যান্ড (লখনৌ)

০২ নভেম্বর কোয়ালিফায়ার ২(মুম্বাই)

০৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা (কলকাতা)

১১ নভেম্বর কোয়ালিফায়ার ১(ব্যাঙ্গালুরু)।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *