ইউক্রেনকে ন্যাটোতে নিতে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ ব্যবস্থা নেবে না

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করবে না। দেশটিতে চলমান রুশ আগ্রাসনের মধ্যে শনিবার এ কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ন্যাটোভুক্ত হতে অন্যদের মতো ইউক্রেনের জন্যও সমান মানদণ্ড। সুতরাং আমরা সেটি ইউক্রেনের জন্য সহজ করতে পারব না।

ন্যাটোর নেতারা জুলাইয়ে লিথুয়ানিয়ায় বৈঠক করতে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে বাইডেন এসব কথা বললেন।

এদিকে ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, প্রতীকী পদক্ষেপ হিসেবে জোটের নেতারা লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে ন্যাটো-ইউক্রেন কাউন্সিলের প্রথম অধিবেশন আয়োজন করতে যাচ্ছেন। এই বৈঠক নিরাপত্তার বিষয়ে আলোচনার জন্যে কিয়েভকে সমান সুযোগ তৈরি করে দেবে। তবে কিয়েভের সদস্যপদ পাওয়া নিয়ে বৈঠকে কোনো আলোচনা হবে না বলেও জানান স্টলটেনবার্গ।

তথ্যসূত্র: এনডিটিভি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *