জাতীয় বাজেটের সংস্কৃতি খাতে কমপক্ষে এক শতাংশ বরাদ্দের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট মানববন্ধন

জাতীয় বাজেটের সংস্কৃতি খাতে কমপক্ষে এক শতাংশ বরাদ্দের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের মানববন্ধন আজ ৯ জুন, শুক্রবার, বিকেল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার সম্মুখে অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট , সিলেটের সভাপ‌তি শামসুল আলম সেলিমের সভাপ‌তিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর সঞ্চালনায় আন্যান্যের মধ্যে বক্তব্য রা‌খেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের উপদেষ্টা আল আজাদ,প্রবীন ছড়াকার বিধুভূষণ ভট্টাচার্য,
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের সহ-সভাপতি, শামসুল বাসিত শেরো, সুরাইয়া জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের অর্থ সম্পাদক বিপ্লব শ্যাম পুরকায়স্থ,
নাট্য সংগঠক খোয়াজ রহিম সবুজ, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অনি,তথ্য ও প্রযুক্তি সম্পাদক পরাগ রেনু দেব তমা প্রমুখ।

বক্তারা বলেন-সংস্কৃতিকর্মীদের বেশি কিছু চাওয়ার নেই।জাতীয় বাজেটে নুন্যতম এক সতাংশ বরাদ্ধ থাকলেই আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে পারবো। প্রগতিবাদী মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গঠনে এবং মৌলবাদ-সাম্প্রদায়ীকতা বিরোধী একটি শোষণহীন গনতান্ত্রিক সমাজ বিনির্মানের লড়াইয়ে রাজনীতির পাশাপাশি সংস্কৃতিকর্মীরাও সবসময় অগ্রনী ভুমিকা পালন করেছে।

আমরা মনে করি জাতির পিতার সুযোগ্য কন্যা,বাঙালির আকাঙ্খার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই সংশোধিত বাজেটে সংস্কৃতিকর্মীদের এই দাবী বাস্তবায়ন করবেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,হুমায়ুন কবির জুয়েল, সিরাজ উদ্দিন শিরুল, অমিত ত্রিবেদী, সুমন্ত গুপ্ত, বাউল বশির উদ্দিন সরকার,মঞ্জুর মোহাম্মদ, শীতন বাবু, কামাল আহমদ দুর্জয়, শংকর ধর প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *