নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর যা বললেন এরদোগান

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, নবগঠিত সরকার দেশকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচনি প্রচারণার সময় করা সকল প্রতিশ্রুতি পূরণের দিকে মনোনিবেশ করবে।

স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, মঙ্গলবার তুরস্কের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুর্কি নেতা।

এরদোগান বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব ছাড়াও তারা শিক্ষাকে অগ্রাধিকার দেবেন।

‘আমরা দুটি ধারণা বাস্তবায়ন করব; তার মধ্যে একটি হলো- স্থিতিশীলতা এবং অন্যটি হলো নিরাপত্তা। আমরা স্থিতিশীলতা এবং নিরাপত্তার সঙ্গে তুরস্কের শতাব্দী (সেঞ্চুরি অব টার্কি) গড়ে তুলব,’ বলেন তুর্কি প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, নতুন সরকার সাংবিধানিক সংস্কারের বিষয়টি নিয়েও কাজ করবে। ‘আমরা সংসদে সংবিধান সংশোধনী প্রস্তাব পুনঃপ্রবর্তন করব।’

প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে রিসেপ তাইয়েপ এরদোগান দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন, মঙ্গলবার প্রথমবারের মতো বৈঠক করেছেন তারা।

অর্থনৈতিক সমস্যা, সন্ত্রাসবাদ প্রতিরোধের প্রচেষ্টা এবং বৈদেশিক নীতিতে অবস্থান দৃঢ় করার জন্য পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *