কুমিল্লা আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে মহাসড়কে ১০ কি.মি যানজট

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত্ব ১৩ জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য মুজিবুল হক এবং চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। উভয়পক্ষ দেশীয় অস্ত্র হাতে নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। এসময় তিনটি মটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলে নামে এমপি মুজিবুল হকের সমর্থকেরা। এসময় আওয়ামী লীগের পদবঞ্চিত নেতারা চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থনে মহাসড়কে নেমে ভাঙচুর চালায়। পরে এমপি মুজিবুল হকের সমর্থকেরা তাদের প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *