নির্বাচনী ইশতেহার: দক্ষিণ সুরমায় পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন এমপি হাবিব

নির্বাচনী ইশতেহার পূরণে দক্ষিণ সুরমায় পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। সোমবার (২৯ মে) বিকাল ৫টায় পার্ক নির্মাণের জন্য দক্ষিণ সুরমা এলাকায় আন্দারটিলা নামের একটি জায়গা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এমপি হাবিব বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দক্ষিণ সুরমায় পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। আন্দারটিলার এই জায়গাটি অত্যন্ত সুন্দর এবং প্রকৃতির পরিবেশে ঘেরা। এখানে একটি পার্ক হলে দক্ষিণ সুরমার মানুষের বিনোদনের একটি জায়গা হবে বিশেষ করে শিশু, নারী, পুরুষ ও বয়স্কদের সব সুবিধা থাকবে পার্কে। সুস্থ বিনোদন ও খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে উঠবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি দেশে কর্মসংস্থান ও প্রকৃতির সৌন্দর্য ঠিক রেখে বিভিন্ন জায়গায় মানুষের বিনোদনের জন্য করা হচ্ছে পার্ক। সেই ধারাবাহিকতায় আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দক্ষিণ সুরমার প্রত্যেকটি ইউনিয়নে ছোট করে ৮টি পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। কারন আমাদের তরুণদের বিনোদনের জন্য পার্ক এবং খেলার মাঠ প্রয়োজন আর সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর রাজস্ব সার্কেল ভূমি সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত লায়লা নীরা। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *