সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: রাজধানীর আদাবরের ৮ তলা ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
রোববার দুপুর ১২টার এ আগুন লাগে বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আব্দুর রহিম।
তিনি জানান, আদাবরের ১০ নম্বর রোডের ৭১২/১৭ নম্বর বাসায় ১২টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে আগুন নির্বাপণে প্রথমে একটি ইউনিট যায়। পরে পর্যায়ক্রমে ৭টি ইউনিট যোগ দেয়।
এদিকে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কমেন্ট