ভিডিওর বেশি ভিউ পেতে দুই যুবকের কাণ্ড

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বেশি ভিউ পেতে কত কী-ই না করছে এখন মানুষ। অনেকেই জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করছেন না। নানা রকম কাণ্ড ঘটিয়ে পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন কেউ কেউ।

এবার ভিউ পেতে ভারতের উত্তরপ্রদেশের দুই যুবকের বিরুদ্ধে পুলিশের গাড়ির ওপর বসেই রিল বানানোর অভিযোগ উঠেছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের বাজারিয়া এলাকার। পুলিশের ওই জিপটি গ্যারাজে নেওয়া হয়েছিল মেরামতের জন্য। ওই সময় রিলটি বানান স্থানীয় দুই যুবক। জিপটি ব্যবহার করেন কানপুর দেহাট পুলিশের অতিরিক্ত ডিজি।

ভিডিওতে দেখা গেছে, পুলিশের একটি জিপ রাস্তায় দাঁড় করানো। হেডল্যাম্প জ্বলছিল জিপের। দুই যুবককে জিপের সামনের অংশে বসতে দেখা গেল। এরপর ছবি তোলেন ও ভিডিও বানান। ব্যাকগ্রাউন্ডে বাজছিল হিন্দি ছবি ‘সরকার রাজ’-এর ‘জলওয়া রে জলওয়া’।

ভিডিও ক্লিপটি পুলিশের হাতে গেলে দুই অভিযুক্তের খোঁজ শুরু হয়। কানপুর নগরের পুলিশ কমিশনার জানান, দুই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *