সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, অবহেলিত নারী সমাজের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। নগরবাসীর ভোটে যদি আমি নির্বাচিত হই, তাহলে প্রশিক্ষণপ্রাপ্ত নারী সমাজের পাশাপাশি অসহায়, দারিদ্র, পীড়িত মহিলাদের কল্যাণে কাজ করে যাবো। তাদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভরভাবে গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো।
তিনি শনিবার (১৩ মে) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের সাগরদিঘীরপাড়ে কর্মজীবী মহিলাদের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি নগরবাসীর চাহিদা পূরণে সকল শ্রেণির মানুষের কল্যাণ সাধনের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এক্ষেত্রে নারী সমাজের অগ্রাধিকার অগ্রগণ্য।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সদস্য বেবী আক্তার তান্নির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন।
জাতীয় পার্টি মহানগর শাখার অন্যতম নেতা মামুনুর রশিদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সাব্বির আহমদ আজাদ, আতাউর রহমান, মাসুক মিয়া, সেনরা বেগম, মনি বেগম, রুজি বেগম, নিলা বেগম, মনিরা বেগম, তারিন আক্তার, তাজিন বেগম, আছমা বেগম, রোকসানা বেগম, হাসিনা খানম, সুমি আক্তার, সাজিনা বেগম, নাজমা বেগম, তাসলিমা বেগম, পারভিন আক্তার, রেখা বেগম, লিপি আক্তার, লাভলী বেগম, খুর্শেদা বেগম, সাকিবা বেগম, আনোয়ারা বেগম, রিয়া বেগম, হাজেরা বেগম, জোসনা বেগম, রত্না বেগম, খাদিজা বেগম, ছবিরুন নেছা, ছামিয়া বেগম, শান্তা বেগম, শিমলা বেগম, সাদিকা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি
অবহেলিত নারী সমাজের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য : নজরুল ইসলাম বাবুল
কমেন্ট