সিসিক সহ সকল নির্বাচনে নৌকার বিজয়, উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: শফিকুর রহমান চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে বিজয়ী করুন। অর্থনীতির উত্তরোত্তর উত্থান ঘটছে এবং আগামী নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ব্যক্তিরা বিজয়ী হলে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। তাই তিনি ঐক্যবদ্ধভাবে আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আনোয়ারুজ্জামানের সমর্থনে সকলের কাছে সহযোগিতা কামনা করেন।
তিনি (৫ মে) শাহপরান (রহ.) আওয়ামীলীগ পরিবারের উদ্যোগে চান্দু শাহ (রহ.) জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সভাপতি আব্দুল আহাদ চৌধুরী মিরন এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি আজির উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার, সদস্য আব্দাল হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগ সদস্য মুক্তার খান, সিলেট জেলা আওয়ামী লীগ সদস্য নাজরা চৌধুরী, সিলেট মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক মুসফিক জায়গিরদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসর আজিজ, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মইন খান, সিলেট জেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক বিহিত গুপ্ত চৌধুরী বাবলা, এম সি কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি তাজিম উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা জামাল উদ্দিন, যুবলীগ নেতা জব্বার আহমেদ পাপ্পু, যুবলীগ নেতা তুহিন আহমেদ, যুবলীগ নেতা গোলাম হাসান চৌধুরী রাজন, কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, যুবলীগ নেতা এ এস  মুন্না, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য তাজুল লস্কর, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য ছফু আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, রিজভী আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সাবেক সহ সম্পাদক মোশাহিদ আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সাবেক সহ সম্পাদক লোকমান মিয়া তালুকদার, ছাত্রলীগ নেতা মারুফ আহমেদ, তানভীর আহমেদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান, জাকির চৌধুরী, এমদাদুর রহমান উবেদ, ইসতিয়াক চৌধুরী, জিল্লুর রহমান সুজা,  রতন মনি দাশ, শরিফ আহমেদ, রেদোয়ান আহমেদ ভিপি এটিআই, মহরম, সুমন শীল প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *