ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন করে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে নতুন করে ব্যাপক আকারে ড্রোন হামলা  শুরু করেছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে এই ড্রোন হামলা শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের এয়ার ফোর্স কমান্ড দাবি করেছে, রাশিয়ান বাহিনী ২৬টি ইরানের তৈরি শাহেদ ড্রোন ছুড়েছে। এর মধ্যে ২১টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

তবে এসব ড্রোন হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।

সংশ্লিষ্ট্র কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকোর বলেছেন, বুধবার রাজধানীতে গত ছয় দিনের মধ্যে তৃতীয়বারের মতো শাহেদ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

পপকো টেলিগ্রামে বলেছেন, শত্রুদের কৌশলগুলো এখনো আগের মতো রয়েছে, কোনো পরিবর্তিন হয়নি। সন্ত্রাসী দেশটি অন্ধকারের মধ্যে বিভিন্ন দিক থেকে তাদের বিপুল যুদ্ধাস্ত্র ব্যবহার করছে।

অপরদিকে আঞ্চলিক সামরিক প্রধান সেরহি লাইসাকের মতে, আরেকটি ড্রোন হামলা ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের একটি ভবনে আঘাত হেনেছে। এতে ভবনটিতে আগুন ধরে যায়।

তিনি বলেন, ইউক্রেনীয় বিমান বাহিনী ডিনিপ্রোপেট্রোভস্কের উপর সাতটি ড্রোন নিক্ষেপ করেছে। তাদের জরুরি পরিষেবা বিভাগ হামলার প্রভাব নির্ধারণে কাজ করছে।

এ ছাড়া মধ্য ইউক্রেনের কিরোভোহরাদ অঞ্চলে তিনটি ড্রোন আঘাত হেনেছে। এতে সেখানকার একটি তেলের ডিপোতে আগুন ধরে গেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *