লিবিয়া উপকূলে ৫৭ অভিবাসনপ্রত্যাশীর লাশ

আন্তর্জাতিক ডেস্ক::

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে লিবিয়ার পশ্চিমের দুটি শহরের উপকূলে অন্তত ৫৭ জনের মৃতদেহ ভেসে এসেছে।

মঙ্গলবার উপকূলরক্ষী এক কর্মকর্তা এবং ত্রাণ কর্মকর্তা এ খবর জানিয়েছেন।

নৌকাডুবি থেকে বেঁচে ফেরা মিসরের নাগরিক বাসাম মাহমুদ রয়টার্সকে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টায় ইউরোপের উদ্দেশে ছেড়ে যাওয়া নৌকা দুটোর একটিতে ৮০ জন মতো যাত্রী ছিল। নৌকা ডুবে যেতে থাকলে তর্কবিতর্ক শুরু হয়। তারপরও নৌকা পরিচালনার দায়িত্বে যিনি ছিলেন তিনি যাত্রা থামাতে রাজি হননি।

উপকূলরক্ষী কর্মকর্তা ফাতি আল-জায়ানি বলেন, পূর্ব ত্রিপোলির কারাবুল্লি থেকে ১ শিশুসহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, অভিবাসনপ্রত্যাশীরা পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিসর থেকে এসেছিলেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা চলতি মাসে জানিয়েছে, ২০২৩ সালে এ পর্যন্ত ৪৪১ জন অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে পানিতে ডুবে মারা গেছে। গত ছয় বছরে ৩ মাসের মধ্যে মৃত্যুর সংখ্যা এটিই সর্বোচ্চ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *