বিচারকের বাসায় ঈদ সালামির নামে চাঁদাবাজি!

নিউজ ডেস্ক::

রাজধানীর মিরপুর এলাকায় ঈদ সালামির নামে চাঁদাবাজি করতে যাওয়া দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মিরপুর মডেল থানার বড়বাগ আবাসিক এলাকা থেকে সোমবার বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শাকিল আহমেদ ও আশফাকুর রহমান সজিব।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতার দুইজনই মিরপুরের চিহ্নিত অপরাধী। শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ পাঁচটি এবং সজিবের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ দুইটি মামলা রয়েছে। তারা বিভিন্ন কৌশলে মিরপুরে চাঁদাবাজি করে আসছিল।

তিনি বলেন, সোমবার তারা ঈদ সালামির নামে বড়বাগ বসতি আবাসিক এলাকায় একজন বিচারকের বাসাসহ ১০ থেকে ১২টি পরিবারের কাছে গিয়ে বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ‘সমস্যা হবে’ বলেও হুমকি দেয়। পরে এ ব্যাপারে অভিযোগ করলে মিরপুর থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। চাঁদাবাজির ঘটনায় দুজনের নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *