দারফুরে সংঘর্ষে ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক::

সুদানের দারফুর অঞ্চলে আরব ও অনারব গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সংঘর্ষে কয়েক ডজন বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছেন।

একজন কর্মকর্তা বুধবার জানান, পশ্চিম দারফুরের রাজধানী জেনেইনা থেকে ১৮৫ কিলোমিটার দূরে ফোরো বারাংগা শহরে আরব উপজাতি গ্রুপ ও মাসালিত অনারব গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

ফোরো বারাংগা কমিউনিটি কাউন্সিলের মোহাম্মদ হোসেইন তিমান বলেছেন, উভয়পক্ষে নিহতের সংখ্যা ২৪ জন। শনিবার এ সংঘর্ষ শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এ সহিংসতার কারণে পশ্চিম দারফুরে কর্তৃপক্ষ রাত্রিকালীন কারফিউ এবং মাসব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে।

তিনি আরও বলেছেন, গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনীকে সেখানে পাঠানো হয়েছে। বুধবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষকালে ফোরো বারাংগা এলাকায় ৫০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ২০ হাজার লোককে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান এফেয়ার্স বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) এ কথা জানিয়েছে।

ওসিএইচএ আরও বলেছে, গত বছর সুদানে এ ধরনের সংঘর্ষে প্রায় ৯শ’ লোক নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *