বিতর্কিত সাকিবকে নিয়ে যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক ::  সাকিব আল হাসানকে আগেই সতর্ক করেছিল গোয়েন্দা পুলিশ। কিন্তু সেই সতর্ক বার্তাকে আমলে না নিয়ে ইংল্যান্ড সিরিজ শেষে একদিনের জন্য দুবাই গিয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করেন সাকিব।

সেই দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান পুলিশ হত্যা মামলার পলাতক আসামি। যে কারণে বিতর্কিত হন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবের বিতর্কিত এই ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, এ ঘটনার এক দিন পরই সিরিজ শুরু হয়ে গেছে। আইসিসির মিটিংয়ের জন্য বোর্ডের সভাপতি ও সিইও বিদেশ সফরে আছেন, ওনারা এলে আলাপ-আলোচনা করে ঠিক করব কী করা যায়।

বিসিবির এই পরিচালক আরও বলেন, আমাদের শৃঙ্খলা কমিটি আছে। ওনারা যদি মনে করেন এখানে কোনো কিছু তদন্ত দরকার, তাহলে তারা দেখবেন। পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *