সিলেটে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা ও মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল বলেন, সামনে জাতীয় নির্বাচন, ক্ষমতায় আসার জন্য বিএনপি-জামায়াতচক্র নানা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের উন্নয়ন্নের অগ্রযাত্রা রুখতে দেশবিরোধী এই চক্র সারাদেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় মগ্ন। দেশবিরোধী এই চক্রকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। জাতির যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথি সালেহ মোহাম্মদ টুটুল আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছেন সংগঠনের প্রাণশক্তি। সরকারের উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছাতে তৃণমূলকে সুসংগঠিত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে একাত্ম হওয়ার আহবান জানান তিনি।

স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. মোহাম্মদ কামাল উদ্দিন, ডা. রাজিব কুমার সাহা, জাতীয় পরিষদ সদস্য মো. তাওহীদুর রহমান, সিলেট জেলা শাখার সভাপতি আফসার আজিজ, মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাংশু মিটু।

সভায় সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন আহবাবুর রহমান খান শিশু, মাজহারুল ইসলাম সুমন, মনসুর আহমদ, ওয়ালী উল্লাহ বদরুল, মিল্লাত চৌধুরী, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, নজরুল ইসলাম, সুব্রত সামন্ত সরকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইয়াহইয়া তানজিল ও গীতা থেকে পাঠ করেন বিভাংশু গুণ বিভু। সভায় সিলেট জেলা ও মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ড, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *