বাঙ্গালি সংস্কৃতির চেতনা বিরোধী চক্রান্ত প্রতিহত করে শহিদ মিনারের ভাবগাম্ভীর্য রক্ষার দাবি

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার এর ভাবগাম্ভীর্যতা, পবিত্রতা রক্ষা  ও বাঙালি সংস্কৃতির চেতনা বিরোধী যেকোনো চক্রান্ত বন্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, শহিদ মিনার প্রতিষ্ঠালগ্ন থেকে নাট্য ও সংস্কৃতিকর্মী দের ভুমিকা সর্ব মহলে প্রশংসনীয় হয়ে আসছে। তারা বলেন,
অতিসম্প্রতি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার ব্যবহারে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক  ভাড়া নির্ধারণের বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর নেতৃবৃন্দ  শুনতে পয়ে সাথে সাথে সিটি মেয়রের সাথে কথা বলে ভাড়ার প্রস্তাবনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যাক্ত করে শহিদ মিনারের চেতনা বিরোধী এই প্রস্তাবনা অবিলম্বে বাতিলের দাবি জানান।পরদিনই সিটি কর্পোরেশন এই প্রস্তাবনা বাতিল করেছে মর্মে অবিহিত করেন।নেতৃবৃন্দ বলেন,শহিদমিনার ব্যবহারে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন,মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী ও শহিদমিনারে পবিত্রতা এবং চেতনার সাথে সাংঘর্ষিক কোনো আয়োজন যাতে না হয় সেই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের আহবান জানান।নেতৃবৃন্দ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কে শহিদমিনারের সাথে সাংঘর্ষিক  অতিউৎসাহী মনোভাব পরিহার করার অনুরোধ জানান।
বিবৃতি দাতারা হলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সিলেট  বিভাগীয় সমন্বয়ক শামসুল আলম সেলিম, সিলেট জেলা সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল দাশ, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *