দক্ষিণ আফ্রিকা ও চীনের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে রুশ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক::  দক্ষিণ আফ্রিকা ও চীনের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী রুশ যুদ্ধজাহাজ।

দেশটির রিচার্ডস বে বন্দরে যুদ্ধজাহাজটি পৌঁছেছে বলে বুধবার জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরআইএ। ইউক্রেনে রুশ আক্রমণের প্রথম বর্ষপূর্তির দিনেই শুক্রবার চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার এই সামরিক মহড়া শুরু হবে।

যুদ্ধজাহাজটির নাম ‘দ্য অ্যাডমিরাল গর্শকভ অব দ্য ফ্লিট অব দ্য সোভিয়েত ইউনিয়ন’। রাশিয়ার উত্তরীয় নৌবহরের এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ ভ্রমণের অংশ হিসেবে দায়িত্ব পালনে রিচার্ডস বেতে পৌঁছেছে এই যুদ্ধজাহাজ।

দক্ষিণ আফ্রিকা এই মহড়াকে নিয়মিত বলে দাবি করলেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে দেশটির সরকারকে। সমালোচকরা বলছেন, এতে করে পশ্চিমা অংশীদারদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সম্পর্কের অবনতি হতে পারে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে বের হওয়ার ঘোষণা দেওয়ার পরদিন যুদ্ধজাহাজটির দক্ষিণ আফ্রিকা পৌঁছার খবর জানা গেলো।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *