বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ, আহত ৬

নিউজ ডেস্ক:: বরিশাল বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাতভর এ সংঘর্ষে ৬ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রথম দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর রাত ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

এদিকে সংঘর্ষের ঘটনাকে হামলা দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম বলেন, আধিপত্য বিস্তার কেন্দ্র করে ৭ম ও ৮ম ব্যাচের দুগ্রুপের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে। তাদের বলে দিয়েছি ক্যাম্পাসে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের খবর শুনেছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *