ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি, পোল্যান্ড সফরে যাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তির দিন অর্থাৎ আগামী ২৪ ফেব্রুয়ারি দেশটিতে নতুন করে বড় হামলার ইঙ্গিত দিয়েছে রাশিয়া। এর আগে ২০-২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পাশ্ববর্তী দেশ পোল্যান্ড সফর করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনএনের।

হোয়াইট হাউজ জানিয়েছে, সফরে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এবং অঞ্চলটির অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। যুদ্ধের এক বছর উপলক্ষ্যে আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারেন প্রেসিডেন্ট বাইডেন।

এ বিষয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেন, ভাষণে বাইডেন ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার বার্তা দিতে পারেন।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে ভয়াবহ হামলা শুরু করে রুশ বাহিনী। যা এখনও চলছে। পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। যুদ্ধ থামার কোন ইঙ্গিতও নেই। যুদ্ধের শুরু থেকে মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের জেলেনস্কি সরকারকে সামরিক ও মানবিক সহায়তা দিচ্ছে পশ্চিমা দেশগুলো।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *