শিশুর মুখে গান শুনে কাঁদলেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক::  কারাবাখ বিজয়ের প্রতীক আজারবাইজানীয় কেনান বায়রামলি (এক প্রকার বিজয়গীতি)। দেশটির মুক্ত শহর শুশাতে অনুষ্ঠিত একটি উৎসবের সময় এক শিশুর কণ্ঠে কেনান বায়রামলির সুললিত সুর লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছে। চোখের পানি ধরে রাখতে পারেননি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নিজেও।

প্রসঙ্গত, নাগোরনো কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের প্রায় তিন দশকের দ্বন্দ্ব ছিল। ১৯৯১ সালে আর্মেনিয়ার সেনারা আজারবাইজানের কাছ থেকে এ অঞ্চল দখল করে নেয়। অঞ্চলটিতে বসবাসকারী আর্মেনিয়ার সেনারা প্রায়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানের নাগরিকদের ওপর হামলা চালাত। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের সেপ্টেম্বরে উভয় দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ৪৩ দিনব্যাপী চলে এ যুদ্ধ।

এ যুদ্ধে তুরস্ক কোনো রাখঢাক ছাড়াই আজারবাইজানকে সমর্থন দেয়। তুরস্কের ড্রোন বায়রাক্তার ব্যবহার করে যুদ্ধে আজেরি সেনারা অভূতপূর্ব সফলতা পান। তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর উদ্ধার করেন। পরে রাশিয়ার মধ্যস্থতায় উভয়পক্ষ যুদ্ধবিরতি চুক্তি করে।

 

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *