বাবর আজমের অধিনায়কত্বের পক্ষে যে যুক্তি দিলেন ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাবর আজমের অধিনায়কত্ব ও পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে। সমালোচকরা এখনই বাবরকে অধিনায়কত্ব থেকে সরানোর পক্ষে। তবে বাবরের পক্ষে দাঁড়িয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণের জন্য বাবরকে আরও দু-তিন বছর সময় দেওয়া উচিত।

সাবেক এ অলরাউন্ডারের ভাষ্য— এ পরিস্থিতিতে আমাদের উচিত অধিনায়ককে সাপোর্ট করা। খুব বেশি দিন তার অধিনায়কত্ব করা হয়নি। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া পাকিস্তানের জন্য কল্যাণ বয়ে আনবে না। কিন্তু তার পাশে দাঁড়ালে ইতিবাচক ফল আসতে পারে।

বাবর আজমের সমালোচকদের একহাত নিয়ে ওয়াসিম আকরাম বলেন, বর্তমানে বাবরের অধিনায়কত্বের সমালোচনা হচ্ছে। তার কাঁধে শক্ত একটা হাত দরকার। আমাদের কোনো শত্রুর প্রয়োজন নেই। আমরা আত্মনির্ভরশীল। নিজেদের বিষয় নিয়ে ঠাট্টা করা বাদ দিন। তুমি যদি ইমরান খান, জাভেদ মিয়াদাদের মতো বিজ্ঞ হও, তবে বুঝবে যে, বাবরকে আরও ২-৩ বছর সময় দেওয়া উচিত। তা হলে সে নিজেকে সেরা অধিনায়ক হিসেবে প্রমাণের সুযোগ পাবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *