শ্রুতি’র ঐতিহ্যবাহী পিঠা উৎসব আগামীকাল/ শুক্রবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

হিম হিম কুয়াশার আবরণে ষড়ঋতুর পরম্পরায় বাংলার প্রকৃতিতে আজ ফিরে এসেছে পিঠা উৎসব। বাঙালির ঘরে ঘরে পিঠা উৎসব শুরু হয় অগ্রহায়নের শুরু হতে। পিঠা উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতি।  প্রতিবারের মত আগামী ২০  জানুয়ারি ২৩ শুক্রবার  সুবিদবাজারস্থ ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শ্রুতি সিলেট আয়োজন করেছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব ১৪২৯;বাংলা।
সকাল ৮ টায় দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করবেন বরেণ্য অভিনয় শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়,উদ্বোধনী পর্বে আরো উপস্থিত থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় শা. বি. প্র. বি,সন্দ্বীপ কুমার সিংহ -প্রধান নির্বাহী কর্মকর্তা-জেলা পরিষদ সিলেট,নিরাজ কুমার জয়সওয়াল-সহকারী হাই কমিশনার-ভারতীয় সহকারী হাই কমিশন,শ্রুতি সম্মাননা ১৪২৮ বাংলা প্রদান পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর রহমান ,দিনব্যাপী আয়োজনে আরো উপস্থিত থাকবেন  জনাব নাসির উদ্দিন খান চেয়ারম্যান জেলা পরিষদ সিলেট,মো: আজবাহার আলী শেখ পিপিএম,উপ পুলিশ কমিশনার উত্তর মেট্রোপলিটন পুলিশ সিলেট, মু: মাসুদ রানা অতিরিক্ত পুলিশ কমিশনার,-মেট্রোপলিটন পুলিশ,সিলেট প্রমুখ। দিনব্যাপী আয়োজনে সমবেত পরিবেশনায় অংশগ্রহণ করবে – ছন্দনৃত্যালয়,গীতবিতান বাংলাদেশ, দ্বৈতস্বর,জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, সিলেট,পাঠশালা,আনন্দলোক,মুক্তাক্ষর,আর্তনাদ,কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ,সংগীত নিকেতন,সুরের ভূবন,নৃত্যাঞ্জলি,অন্বেষা শিল্পী গোষ্ঠী, নৃত্যশৈলী,রাধারমণ স্মৃতি তর্পণ,প্রমা দেবী ও তার দল,ভাবুক,ললিত মঞ্জরি, নৃত্যরথ প্রমুখ।আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে উপস্থিত থাকবেন  বরেণ্য আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, ডালিয়া আহমেদ, মাসকুরে সাত্তার কল্লোল, শামীমা চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, নাজমা পারভীন, মিসবাহিল মোকার রাবিন,পলি পারভীন। আমন্ত্রিত সংগীতশিল্পী  হিসেবে উপস্থিত থাকবেন প্রদীপ মল্লিক,ইকবাল শাই ,লিংকন দাশ এবং বাউলা কানু। আরো উপস্থিত থাকবেন ফকির আব্দুল কুদ্দুস ও তার দল কুষ্টিয়া। দিনব্যাপী আয়োজনে সকলের উপস্থিতি কামনা করা হচ্ছে।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *