৩০ কেজির বাঘাড় বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড!

নিউজ ডেস্ক:: রাজধানীর কারওয়ান বাজারে এক মাছ ব‍্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

৩০ কেজি ওজনের একটি বাঘাড় বিক্রির অপরাধে তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

কারওয়ান বাজারের মাছের আড়তে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (ঢাকা), র‍্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য অধিদপ্তরের যৌথ টহল অভিযানের সময় এ অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যবসায়ী বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তাকে দণ্ড ধারা ৩৯ অনুযায়ী, ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই আড়ত থেকে জেলিযুক্ত নিষিদ্ধ ১০০ কেজি চিংড়ি ও ২০০ কেজি জাটকা জব্দ করে জরিমানা করা হয়।

উল্লেখ্য, মহাবিপন্ন বাঘাড় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর তফসিল ২ অন্তর্ভুক্ত একটি সংরক্ষিত বন্য প্রাণী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *