জাবিতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৩০

নিউজ ডেস্ক:: ফুটবল খেলায় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আ ফ ম কামালউদ্দিন হল ও মওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চ্যান্সেলর কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা চলাকালে সংঘর্ষের সূত্রপাত হয়।

দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা হলেন, মওলানা ভাসানী হলের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রতীক ও তুলনামূলক সাহিত্যের সোহান এবং আফম কামালউদ্দিন হলের ইতিহাস বিভাগের অর্পণ ও দর্শন বিভাগের রাসেল আকন্দ।

জাবি উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, খেলার মাঠে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমরা বিষয়টির উপর নজর রাখছি। আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি  জানিয়ে রেখেছি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *