ইতিহাস গড়ার হাতছানি

স্পোর্টস ডেস্ক :: আজ ব্রাজিল-সুইজারল্যান্ড দুই দলের সামনেই নতুন ইতিহাস গড়ার হাতছানি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে অতীতের আক্ষেপ আজ কাতারের ৯৭৪ স্টেডিয়ামে ঘোচাতে চায় দুই দল।

কাতার বিশ্বকাপের আগে সুইজারল্যান্ডের বিপক্ষে দুইবার মুখোমুখি হয় ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে দুই দলের সাক্ষাতে ১-১ ব্যবধানে ম্যাচ ড্র হয়।

এর আগে ১৯৫০ সালের বিশ্বকাপে মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচটিও (২-২) ড্র হয়।

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল-সুইজারল্যান্ড কোনো দলই একে অপরের বিরুদ্ধে জয় পায়নি।

ব্রাজিল: অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ফ্রেদ, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়ুস জুনিয়র।

সুইজারল্যান্ড: ইয়ান সমার (গোলরক্ষক), উইদমার, আকানজি, এলভেদি, রদ্রিগেজ, জাকা, ফ্রেইলর, রেইডার, শো, ভারগাস ও এমবোলু।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *