গোলশূন্য স্পেন-জার্মানি ম্যাচের প্রথমার্ধ

স্পোর্টস ডেস্ক::  জার্মানির জন্য ডু অর ডাই ম্যাচ তবে স্পেনের জন্য সামনে আছে আরও একটি ম্যাচ। এমন ম্যাচে উভয় দলই গোল মিসের মিছিলে নেমেছিল প্রথমার্ধে।

প্রথমার্ধের শেষ দিকে জার্মানি রুডিগারের কল্যাণে স্পেনের জালে বল পাঠালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এতে কপাল পুড়ে ডিমেনশেফদের।

এ ম্যাচে জার্মানি হারলে ২০১৪ আসরের চ্যাম্পিয়ন দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেবে। যা বিশ্বকাপের ইতিহাসে এর আগে হয়নি।

কাতার বিশ্বকাপের সূচি প্রকাশের দিন থেকেই এই ম্যাচটি নিয়ে চর্চা চলছে। কারণ গ্রুপপর্বে এই একটি ম্যাচেই শুধু মুখোমুখি দুই সাবেক চ্যাম্পিয়ন। পরিস্থিতির কারণে হাইভোল্টেজ ম্যাচটির গুরুত্ব আরও বেড়ে গেছে।

তারুণ্যের ঝলকে কোস্টারিকাকে ৭-০ গোলে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে স্পেন। গাভি, ফেরান তোরেস, পেদ্রির মতো উঠতি তারকাদের জাদুকরি পারফরম্যান্স এবং বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় জয়ে লা রোহাদের আত্মবিশ্বাস তুঙ্গে।

জার্মানির অবস্থা ঠিক উলটো। পরিসংখ্যানও তাদের চোখ রাঙাচ্ছে। দুই বছর আগে উয়েফা নেশন্স লিগে সবশেষ দেখায় স্পেনের কাছে ৬-০ গোলে হেরেছিল জার্মানি!

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *