যুক্তরাষ্ট্রের হয়ে গোল করলেন লাইবেরিয়ার প্রেসিডেন্টের ছেলে

স্পোর্টস ডেস্ক:: প্রেসিডেন্টের ছেলে বলে কথা।খেললে নিশ্চয়ই নিজ দেশের হয়ে খেলার কথা।লাইবেরিয়ার প্রেসিডেন্টের ছেলের খেললেন যুক্তরাষ্ট্রের হয়ে।গোলও পেয়েছেন তিনি।

বাবার মতোই প্রতিভাসম্পন্ন জর্জ উইয়াহর ছেলে।গতরাতে টিমোথি উইয়াহর নৈপূন্যে ফুটবলপ্রেমিরা উচ্ছ্বসিত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলটি করেছেন কাতার বিশ্বকাপে।

এক সময় সেরা ফুটবলারদের কাতারে ছিলেন জর্জ উইয়াহ। এমনকি তিনিই একমাত্র আফ্রিকান ফুটবলার যিনি এসি মিলানে থাকার সময় বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন।

তার মতো একজন কিংবদন্তির ছেলে দেশের হয়ে খেলবে এটাই স্বাভাবিক। কিন্তু একসময় জর্জ উইয়াহ লাইবেরিয়া থেকে যুক্তরাষ্ট্রে যান। সেখানেই জন্ম হয় ছেলে টিমোথি উইয়াহের।

সেই টিমোথি উইয়াহ কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন। টিমোথি উইয়াহ যুক্তরাষ্ট্রের ফুটবল দলের খেলোয়াড় হলেও তারা বাবা জর্জ উইয়াহ বর্তমানে লাইবেরিয়ার প্রেসিডেন্ট।

এর আগে ফুটবল বিশ্বে দুই ভাইকে দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গেছে। কিন্তু বাবা ও ছেলের দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ঘটনা খুব একটা দেখা যায় না। আর সেদিক দিয়েই অনন্য হয়ে রইলেন টিমোথি উইয়াহ।

এদিকে টিমোথি উইয়াহ গোল করলেও তার দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ওয়েলসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলের ব্যবধানে ড্র করেছে যুক্তরাষ্ট্র।

তবে যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে এখন পর্যন্ত টিমোথি মোট চারটি গোল করছেন। এর মধ্যে কাতার বিশ্বকাপে একটি গোল। অন্যদিকে তার বাবা জর্জ উইয়াহ লাইবেরিয়ার হয়ে করেছেন ১৮টি গোল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *