বিশ্বকাপে প্রতিদিন ২৫০ টন খাদ্যপণ্য রপ্তানি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক::  ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে ইরান প্রতিদিন কাতারে ২৫০ টন খাদ্যপণ্য রপ্তানি করছে। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা টিপিও এ কথা জানিয়েছে।

সংস্থার শীর্ষ কর্মকর্তা আলী রেজা পেইমান জানান, এরই মধ্যে কয়েকটি কার্গো বিমানে করে কাতারে পণ্য পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে একটি চুক্তির আওতায় এসব খাদ্যপণ্য কাতারে পাঠানো হচ্ছে বলে জানান তিনি। খবর তেহরান টাইমসের।

সম্প্রতি কাতারে অনুষ্ঠিত একটি প্রদর্শনীতে টিপিও অংশ নিয়েছিল এবং সেই সময় দোহার সঙ্গে তেহরানের এ চুক্তি সই হয়।

আলী রেজা পেইমান জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য উন্নয়ন ঘটানো ইরানের বর্তমান সরকারের বিশেষ অগ্রাধিকার।

কাতার ইরানের দক্ষিণ দিকে অবস্থিত এবং পারস্য উপসাগর পাড়ি দিয়েও সাগরপথে সহজে কাতারে পৌঁছানো যায়। কাতারে রপ্তানির ক্ষেত্রে ইরানের ব্যবসায়ীদের জন্য দোহা খুবই সামান্য শুল্ক আরোপ করে থাকে।

ফিফা বিশ্বকাপ রোববার শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মোকাবিলা করে স্বাগতিক কাতার ২ গোলে হেরে যায়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *