বিএনপি এখন ডিফেন্সিভ কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক:: ‘১০ ডিসেম্বর সামনে রেখে বিএনপি এখন ডিফেন্সিভ কেন’—এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, মনে হচ্ছে যেন তারা ক্ষমতায় এসে গেছে, হাওয়া ভবন ফিরে পেয়েছে, ঢাকার রাজপথে বিজয় মিছিল করবে— সরকারের পতন ঘটাবে, এমন অনেক কথা এর আগেও তোতাপাখির মতো বুলি আউলিয়ে গেছে।

তিনি শুক্রবার রাজধানীর কেবিআই অডিটরিয়ামে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

‘বিএনপি প্রতিহিংসার রাজনীতির হোতা’—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানই প্রতিহিংসার রাজনীতি সূচনা করেছেন।

সারা দেশে শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে বিএনপির অন্তরজ্বালা বাড়ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তারা দিনের বেলায় রাতের অন্ধকার দেখে, তাই তারা সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না।

তিনি বলেন, বাংলাদেশ কখনো অনিশ্চয়তার দিকে যাবে না। বিএনপি যেভাবে অনিশ্চয়তার দিকে চলছে, তাতে বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে।

বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক শিরীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি হারুনুর রশীদ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *