কাতারে মেসি-সুয়ারেজদের জন্য আসছে ১৮০০ কেজি মাংস

স্পোর্টস ডেস্ক:: ফুটবল বিশ্বকাপে অংশ নিতে কাতারে পৌঁছে গেছে শিরোপার দাবিদার লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের দল।

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবর, বিলাশবহুল হোটেল রেখে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাসে উঠেছেন লিওনেল মেসিরা। তাও কিনা গরুর মাংস খাওয়ার লোভে!

সবজির সঙ্গে বিফ বার্বিকিউ খুব পছন্দ লাতিন আমেরিকানদের।  আর তা খেতেই ছাত্রাবাসের খোলা আকাশের নিচে বার্বিকিউ রান্নার আয়োজন করা হয়েছে।  সেখানেই রান্না হবে লাতিন আমেরিকার ট্রেডিশনাল সুস্বাদু খাবার ‘আসাদো’। যা আর্জেন্টিনা ও উরুগুয়েতে খুবই জনপ্রিয়।

বিভিন্ন কাটিংয়ের মাংস এবং সসেজ দিয়ে তৈরি হয় ‘আসাদো’।

ইএসপিএন জানিয়েছে, সেই আসাদো রান্নার জন্য আর্জেন্টিনা থেকে কাতারে আনা হচ্ছে ২০০০ পাউন্ড (প্রায় ৯০০ কেজি) মাংস। অন্যদিকে উরুগুয়ে দলটির জন্য সে দেশ থেকে আনা হচ্ছে ২০০০ পাউন্ড মাংস।

দুই দল মিলে ৪০০০ পাউন্ড তথা ১৮০০ কেজি মাংস এনেছে কাতারে।  এরই সঙ্গে নিজ নিজ দেশ থেকে রাঁধুনি, রন্ধনপ্রনালীর যাবতীয় অনুসঙ্গও আনা হচ্ছে দোহায়।

এক কথায় বিশ্বকাপজুড়ে মধ্যপ্রাচ্যে বসেই ঘরের খাবারের স্বাদ উপভোগ করবেন মেসি-সুয়ারেজরা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *