মায়ের কবরের পাশে শায়িত হবেন গায়ক আকবর

বিনোদন ডেস্ক:: ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’খ্যাত বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর রোববার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যশোরে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে সংবাদমাধ্যমকে জানান, অবস্থার অবনতি হওয়ায় বারডেমের আইসিইউ থেকে আকবরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়েছিল।

সেখানে নেয়ার আগেই পথে মারা যান গুণী এই শিল্পী। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন আকবর। কিডনির অসুখ, ডায়াবেটিসের মতো জটিল রোগের পাশাপাশি পায়ে ধরেছিল পচন। আর তাতেই জীবনে নেমে আসে ছন্দপতন। ছুটি নেন গানের জগৎ থেকে।

চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনতে বেশ দেরি করে ফেলেছে আকবরের পরিবার। পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। তাই পা-ও কেটে ফেলা হয় তার। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেলে আইসিইউতে রাখা হয়েছিল তাকে।

১০ বছর ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার না ফেরার দেশে পাড়ি জমালেন কণ্ঠশিল্পী আকবর। ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটিকে সত্যি করে দিয়ে নীরবে-নিভৃতেই যেন চলে গেলেন গুণী এ শিল্পী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *