বিনোদন ডেস্ক:: সময় ২০০৭। ৯ নভেম্বর। বলিউডে নতুন একটি গল্পের সূচনা। প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ওম শান্তি ওম’ নামে একটি সিনেমা।
এ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন নতুন মুখ দীপিকা পাড়ুকোন। মুক্তির পর সিনেমাটি যেমন হিট হয়, তেমনই দিপীকাও ব্যাপক জনপ্রিয়তা পান। তারপর চলে গেল ১৫ বছর। এর মধ্যে শাহরুখ ও দীপিকা জুটিবেঁধে অভিনয় করেন ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউইয়ার’সহ আরও কয়েকটি সিনেমায়। যার সবই সুপারহিট। এ দুই জনপ্রিয় বলিউড তারকা অভিনীত ‘পাঠান’ নামে একটি সিনেমা ২০২৩ সালে মুক্তি পাবে।
সম্প্রতি শাহরুখ তার টুটইারে দীপিকার কয়েকটি ছবি পোস্ট করে সঙ্গে লিখেন, ‘দুর্দান্ত পারফরম্যান্স, নিখুঁত কাজের ১৫ বছর। তোমার সঙ্গে বহু ভালো কাজ করেছি। উষ্ণ অভ্যর্থনা নিও।’ দীপিকায় মুগ্ধ হয়ে বলিউড বাদশা আরও লিখেন, ‘তোমাকে দেখছি, তোমাকে দেখছি এবং তোমাকে দেখছি…এখনো তোমাকেই দেখছি দীপিকা পাড়ুকোন।’
শাহরুখ খানের এ পোস্ট দেখে তার ভক্ত-অনুরাগীরা অনেক মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘সেরা জুটি’।