চাপ সামলে জিততে জানেন বাটলা

স্পোর্টস ডেস্ক ::২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ছবি জলজ্বলে। উত্তেজনায় ঠাসা ওই ফাইনালে শেষ হাসি হেসেছিল স্বাগতিক ইংল্যান্ড। লর্ডসে সেই ফাইনালে রোমাঞ্চ যেন শেষই হওয়ার ছিল না। অধিনায়ক জস বাটলার ছিলেন ওই দলে।

বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে চাপ সামলে ম্যাচ জিততে হয় ওই ফাইনাল সেরা উদাহরণ হতে পারে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয় থেকে অনুপ্রেরণা নিচ্ছেন বাটলার।

প্রাক-ফাইনাল সংবাদ সম্মেলনে কাল বাটলার বলেন, ‘যে কোনো অভিজ্ঞতার মুখোমুখি হওয়া ভালো। সেটা ভালো কিংবা খারাপ যাই হোক না কেন। প্রতিকূল পরিস্থিতিতে পড়লে শেখা যায়। সেই অভিজ্ঞতা পরবর্তীতে কাজে লাগানো যায়।’

বাটলার বলেন, ‘খেলাধুলা ইংল্যান্ডের সংস্কৃতির একটি বড় অংশ। এই মুহূর্তে বিশ্বের আরেক প্রান্তে আছি। দেশে আমাদের নিয়ে উত্তেজনা টের পাচ্ছি। ফুটবলের ধারেকাছে হয়তো অন্য কোনো খেলা নেই। তবু আমাদের নিয়ে দেশের মানুষের আগ্রহের মাত্রা বুঝতে পারছি।’ তিনি বলেন, ‘দেশের মানুষ ২০১৯ বিশ্বকাপে আমাদের তুমুল সমর্থন দিয়েছে। খেলাটা ফ্রিতে টিভিতে দেখা যাচ্ছে। ২০১৯ সালে মানুষ ট্রাফালগার স্কয়ারে গিয়ে খেলা দেখেছে। এবার সকাল ৮টায় কি করবে জানি না। তবে সবাই আমাদের শুভকামনা জানাবে, এটা বুঝতে পারছি।’

তিনি বলেন, ‘পাকিস্তান দারুণ একটি দল। পেস বোলার তৈরিতে তাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি নিশ্চিত, এই দলের কয়েকজন ক্রিকেটার যখন ক্যারিয়ার শেষ করবে, তখন তারাও পাকিস্তানের সেরা বোলারদের তালিকায় থাকবে।

আমরা তাদের বিপক্ষে কঠিন লড়াই আশা করছি।’

হেড টু হেড

ম্যাচ : ২৮

ইংল্যান্ড জয়ী : ১৭

পাকিস্তান জয়ী : ৯

টাই : ১

ফলহীন : ১

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *