টোঙ্গায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক::  প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ টোঙ্গায় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

এর প্রভাবে সুনামি হতে পারে বলে দেশটিজুড়ে শতর্কতা জারি করা হয়েছে। খবর আনাদোলুর।

স্থানীয় সময় শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ ভূমিকম্পটি আঘাত হানে। তাৎক্ষনিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি।

দেশটির রাজধানী থেকে ২১১ কিলোমিটার দূরে সাগরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়।

এরই মধ্যে দেশটির সরকার সেখানের নাগরিকদের সরে যাওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্খল ছিল মাটির ২৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত ও তা থেকে সৃষ্ট সুনামিতে লণ্ডভণ্ড হয়ে যায় টোঙ্গার কিছু দ্বীপ।

ধ্বংস হয়ে যায় ওই অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি। ১৭১টি দ্বীপ নিয়ে গঠিত দেশটির মাত্র ৪৫টি দ্বীপে জনবসতি রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *