ভারত-ইংল্যান্ড ম্যাচ নিয়ে আফ্রিদির ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে গেছে পাকিস্তান। ভারত না ইংল্যান্ড? রোববার ফাইনালে কে তাদের প্রতিপক্ষ হবে, জানা যাবে আজ বৃহস্পতিবার।

পাকিস্তান অবশ্য চাইছে ভারত ফাইনালে উঠুক। দলের সেরা তারকা মোহাম্মদ রিজওয়ান সে কথাই বললেন। তিনি বললেন, আমাদের ছেলেরা চাইছে বৃহস্পতিবার ভারত জিতুক। পাকিস্তান দলের মেন্টর ম্যাথু হেডেনও চান ভারতের বিপক্ষে খেলতে।

তবে চাওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে জিততে হবে ভারতকে। তা জানতে ক্রিকেটবিশ্বের দৃষ্টি অ্যাডিলেডের ওভালের মাঠে।

আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল।

কিন্তু তার আগেই ইংল্যান্ডকে এগিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। এ সাবেক অলরাউন্ডারের ভবিষ্যদ্বাণী, ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ডই হওয়ার সম্ভাবনা বেশি।

পাকিস্তানের টিভি চ্যানেল সামা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারের সময় শহিদ আফ্রিদিকে সঞ্চালক বলেন, ভারত-ইংল্যান্ড দুই দলকেই কার্যত সমান-সামন দেখাচ্ছে,  তাই কি?

দ্বিমত পোষণ করলেন আফ্রিদি।

এর ব্যাখ্যায় বুমবুমখ্যাত তারকা বলেন, ‘এটা ঠিক যে, দুদলেই যথাযথ ভারসাম্য। দুই দলই ভালো খেলছে। উভয় দলের আগের পারফরম্যান্স খারাপ নয়। তবে ইংল্যান্ডকে আমি ওপরে রাখব। ৬০-৬৫ শতাংশ এগিয়ে থাকবে ওরা। ওদের কম্বিনেশন ও শক্তি অসাধারণ, তা সে ব্যাটিংয়ের দিকেই তাকান বা বোলিংয়ের দিকে। ওদের স্পিন বোলিংও খুব ভালো।’

খেলাটা হবে অ্যাডিলেডের ওভালে যেখানে ইংল্যান্ড দল কখনো খেলেনি।

এ কথা শোনার পর একটু থমকে গিয়ে আফ্রিদি ফের ইংল্যান্ডকেই সমর্থন করলেন।  বললেন, ‘আমি ইংল্যান্ডকেই এগিয়ে রাখব। তবে বড় ম্যাচে যারা কম ভুল করবে তারাই জিতবে। যে দলের ১১ খেলোয়াড় নিজেদের একশ শতাংশ মেলে ধরবে, তারাই জিতবে।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *