সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ দক্ষিণ সুরমা প্রেসক্লাব’র নিন্দা

সিলেট থেকে প্রকাশিত দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক নজরুল ইসলাম বাবুল, উপ সম্পাদক ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মঈন উদ্দিন, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু ও স্টাফ ফটোজার্নালিস্ট মিঠু দাস জয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করায় দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক।

বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ট ও ন্যায়নিষ্ট সংবাদ প্রকাশের কারণেই সাংবাদিকদের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। এমন অভিযোগ স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করার ঘৃণ্য অপচেষ্টা ব্যতিত কিছুই নয়।

নেতৃবৃন্দ অবিলম্ব এই অভিযোগ প্রত্যাহার করার দাবি জানান। পাশাপাশি হয়রানিমূলক এমন অভিযোগ দায়েরকারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন।

প্রেস বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *