ডেংগুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

নিউজ ডেস্ক:: দেশে গত ২৪ ঘণ্টায় ডেংগুতে ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেংগুতে প্রাণ হারিয়েছেন ১৬৭ জন। ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৮ জন। সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৭৩৭ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেংগুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৭৮৮ জন নতুন রোগী চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৩৭৪ জন। বাকি ৪১৪ জন ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোয়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৫৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৪৮৩ জন।

এতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেংগুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ১৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮ হাজার ২৯৫ জন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *