স্পোর্টস ডেস্ক :: টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি এখন বাংলাদেশ ও ভারত। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ভারতের অধিনায়ক রোহিত শর্মা হাসান মাহমুদের বলে ৮ বলে ২ রান করে আউট হয়ে যান। এর পর ৯ ওভার ২ বলে ৫২ করে আউট হয়েছেন কেএল রাহুল।
ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে বাদ পড়েছেন সৌম্য সরকার। দলে ঢুকেছেন শরিফুল ইসলাম।
এ ছাড়া আজকের এই গুরুত্বপুর্ণ ম্যাচে বাংলাদেশ চারজন পেসার নিয়ে মাঠে নেমেছে।
বুধবার অ্যাডিলেডের ওভালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ২ উইকেট হারিয়ে ১১ ওভারে ৯২ রান করেছে। বিরাট আছেন ২১ বলে ২৫ রান নিয়ে ব্যাটে আছেন এবং সুরিয়া করেছেন ৫ বলে ১০ রান।
ফিল্ডিংয়ের সিদ্ধান্তের বিষয়ে সাকিব বললেন, বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা জানি না এই উইকেটে ভালো স্কোর কত? বড় খেলা। আমরা আজ ভালোভাবে প্রস্তুত। ছেলেরা ভালোই করছে। আমাদের ভালো কাজগুলো চালিয়ে যেতে হবে। আমরা আমাদের ব্যাটিংয়ের কাজ চালিয়ে যেতে পারি।
কমেন্ট